উৎপাদন ঘাটতি খাকার কারণে লোড ম্যানেজমেন্টের মাধ্যমে ঘাটতি নিরসনপূর্বক সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহকে অধিক গুরুত্ব প্রদানে করণীয কাজগুলো নিম্নরূপঃ
নির্ধারিত সেচকালীন সময়ে পাম্প চালানো। এর ফলে সান্ধ্য/দিবা পিক-আওয়ারে লোডশেড হ্রাস পাবে।
এলাকা ভিত্তিক সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহে রোটেশন পদ্ধতি চালু করণ।
বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৮.০০ টায় বন্ধ করা। এতে প্রায় সারাদেশে বিশেষতঃ দিনের বেলায় বিদ্যুৎ চাহিদা হ্রাস পাবে।
দৈনিক পত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেচ পাম্প অফ-পিক সময়ে চালানোসহ বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দের জন্য উদ্বুদ্ধকরণ বিজ্ঞাপন প্রচার করা।
প্রয়োজনে শহর এলাকায় দিনের বেলায় (অফ-পিক সময়ে) এলাকা ভিত্তিক লোড শেডিং করা।
লো ভোল্টেজ সমস্যা নিরসনে স্থাপিত ক্যাপাসিটর ব্যাংক চালু রাখার ব্যবস্থা করা।
জরুরী ভিত্তিতে নতুন ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করা।
সেচ কার্যে বিদ্যুতের ব্যবহার সাশ্রয়ের জন্য সেচ সংক্রান্ত Dry and Wet পদ্ধতি প্রয়োগের প্রচারণা জোরদার করতে হবে।
ক্যাপসিটর নিশ্চিত করতঃ পাম্পে সংযোগ প্রদান করা।
সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ সহ লোড শেডিং হ্রাস স্থানীয় কর্মকর্তাদের নিয়ে লোড বন্টন ও মনিটরিং কমিটি গঠন করা।
ইর্মাজেন্সি ও ট্রলিবাহিত ট্রান্সফর্মারসহ অন্যান্য মালামালের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা।